বর্ধমান ১: শহর বর্ধমানের সবুজ সংঘের দুর্গা পুজোর এবারের থিম কেরালার স্বামী পদ্মনাভ মন্দির জানালেন উদ্যোক্তারা
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বড় পুজো গুলির মধ্যে একটি অন্যতম বড়পুজো হল সবুজ সংঘের দুর্গপুজো। প্রতিবছরই তাদের পুজো মণ্ডপ দর্শনার্থীদের মন কারে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে এই পূজা মন্ডপের উদ্বোধন করেন। পুজো কমিটির উদ্যোক্তারা বুধবার দুপুর দুটোয় জানান এ বছরও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজোর শুভ উদ্বোধন করবেন এবং দ্বিতীয়াতে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনে আসবেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী