আজ মঙ্গলবার 9 ডিসেম্বর। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন inttuc এর প্রতিষ্ঠা দিবস। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল তিনটি। সংগঠনের তরফে ধুমধাম করে আয়োজন করা হয় প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান। এদিন সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটা নাগাদ সবং এর তেমাথানি বাসস্ট্যান্ডে সংগঠনের তরফে আয়োজন করা হয় বিশেষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা। সভা মঞ্চে উপস্থিত ছিলেন সবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশিকান্ত কর।