সামশেরগঞ্জ: বার্ষিক অনুষ্ঠানে চমক, স্কুলে হাজির সামশেরগঞ্জের বিধায়ক! ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি কথোপকথন
মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার অন্তর্গত দোগাছি এলাকার এক বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালেন বিধায়ক আমিরুল ইসলাম। সোমবার বিকেল চারটে নাগাদ বিধায়ক জানিয়েছেন, এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি স্কুলের পরিকাঠামো, শিক্ষার পরিবেশ এবং ছাত্র-ছাত্রীদের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিধায়ক আমিরুল ইসলাম ছাত্র-ছাত্রীদের সঙ্গেও মতবিনিময় করেন।