জামালপুর: জামালপুর এক পঞ্চায়েত থেকে এনুমারেশন ফ্রম নিলো BLO রা
আজ চৌঠা নভেম্বর থেকে শুরু হলো এস আই আর প্রক্রিয়ার ফর্ম বিলের কাজ। তার আগেই এই ফর্ম কালেকশনের জন্য বিএলও যারা রয়েছেন গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানে জামালপুর এক পঞ্চায়েত থেকে সেই এনুমারেশন ফ্রম সংগ্রহ করা হলো বলে জানা গিয়েছে। জামালপুর ব্লকে ২৩৮ টি বি এল ওকে এই দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা যায় ব্লক অফিস থেকে।