বিশালগড়: বিশালগড় বস্কনগর সড়কে ট্রাফিক পুলিশ ভিকেল চেকিং করতে গিয়ে দুই যুবকের কাছ থেকে ৭ টি ৫০০ টাকার বান্ডেল উদ্ধার
সোমবার দুপুরে বিশালগড় বস্কনগর সড়কে ট্রাফিক পুলিশ ভিকেল চেকিং করার সময় TR07H9462 নাম্বারের বাইকটি কে ধাওয়া করে তখন বাইকে থাকা দুই যুবকের কাছ থেকে ট্রাফিক পুলিশ সাতটি ৫০০ টাকার বান্ডেল উদ্ধার করে। পরবর্তী সময়ে ট্রাফিক পুলিশ ২ যুবককে আটক করে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিশালগড় থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে।