ঝালদা ২: মহাষষ্ঠীর সন্ধ্যায় বেগুনকোদরে সেলফি পয়েন্ট এর উদ্বোধন করল ভালোবাসার বেগুনকোদর গ্রুপ
শারদীয়া পূজার মহাষষ্ঠীর সন্ধ্যায় ঝালদা দু'নম্বর ব্লকের বেগুনকোদর এলাকাতে উদ্বোধন হলো একটি সেলফি পয়েন্ট এর । ভালোবাসার বেগুনকোদর নামের স্থানীয় একটি গ্রুপের উদ্যোগে আই লাভ ইউ বেগুনকোদর নামে সেলফি পয়েন্ট এর উদ্বোধন করা হয় ।