নিতুড়িয়া: নিতুড়িয়ার ভামুরিয়ায় কালীমন্দির নির্মানে ভীত পুজো হল
নিতুড়িয়ার ভামুরিয়া ১নং কলোনী তে ভীত কেটে কালী মন্দির নির্মানের সূচনা হল।১৬ তম কালীপুজো সম্পন্ন হবার পর পরদিন মঙ্গলবার ভীত পুজো অনুষ্ঠান হল। উপস্থিত অতিথিরা নারকেল ভেঙ্গে কাজের সূচনা করেন। ভামুরিয়া সার্বজনীন কালীপূজা কমিটির সম্পাদক সঞ্জয় মাজি ও সভাপতি সঞ্জীব বাউরি জানান,২০১০ সালে এখানে প্রথম মায়ের পুজো শুরু করা হয়।এই পুজো এবার ষোলো তম বর্ষে পদার্পন করল। এতদিন প্যাণ্ডেল করে মায়ের পুজো করা হোত। এবার মন্দিরের নব নির্মান কল্পে ভীত পুজো করা হয়।