নিতুড়িয়া: নিতুড়িয়ার আইড়বাড়ি গ্রামে মহানবমীতে কুমারী পুজো করে ব্রত পালন করল বিজেপি নেত্রী
দুর্গাপুজোর মহানবমীর দিন বুধবার সকালে পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের শালতোড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আইড়বাড়ি গ্রামে কুমারী পুজো করে ব্রত সম্পন্ন করলেন বিজেপি নেত্রী মামণি বাউরি। সাংগঠনিক বাঁকুড়া জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা মামণি বাউরি জানান, দুর্গাপুজোর মধ্যেই নবরাত্রির নয় দিন ধরে ব্রত করার পর আজ দুর্গাপুজোর নবমীর দিনে নয় জন কুমারী মেয়েকে পুজো করে আমার ব্রত সম্পন্ন করেছি।