তুফানগঞ্জ ১: তুফানগঞ্জ শহরে এমন মিটিং আগে করিনি,NNM উচ্চবিদ্যালয়ের মাঠে শহর ব্লক TMC বিজয়া সম্মিলানিতে জনজোয়ার, আপ্লুত জেলা সভাপতী
রবিবার বিকেলে তুফানগঞ্জ শহর ব্লক তৃণমূলের তরফে নৃপেন্দ্র নারায়ন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর মাঠে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে জনপ্লাবন দেখে আপ্লুত জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মান অভিমান ভুলে প্রতিটি ওয়ার্ড থেকে দলীয় কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেছিলেন। একেবারেই জন প্লাবনে পরিণত হয় বিজয়া সম্মেলনী। সভাপতি আপ্লুত হয়ে জেলা সভাপতি জানান তুফানগঞ্জ শহরে এমন সভা আগে কখনো করেননি একেবারেই জনপ্লাবন।