ধৃতের নাম আকাশ চৌধুরী ওরফে মুনু। বর্ধমান থানার সদরঘাট চাষিমানা এলাকায় তার বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে বর্ধমানের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল ডাম্পার ও ট্রাক্টরটি। বর্ধমান-আরামবাগ রোড ধরে যাওয়ার সময় সদরঘাট ইডেন ক্যানেলের কাছে হাতের ইশারায় চালকদের ডাম্পার ও ট্রাক্টরটিকে থামাতে বলে পুলিশ। পুলিশের গাড়ির কিছুটা আগে চালক ডাম্পারটিকে থামিয়ে কেবিন থেকে ঝাঁপ দিয়ে পালায়। ডাম্পারটিকে পুলিশ বাজেয়াপ্ত করে। ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করা হয়।