ধর্মনগর: ধর্মনগর রাজবাড়ী হিত সাধনি কো অপারেটিভ এর কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় ক্লাব কর্মকর্তাদের নিয়ে
ধর্মনগর রাজবাড়ী হিত সাধনি কো অপারেটিভ এর কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এগিয়ে চলো ক্লাব, নবযুগ সংঘ, সোনালী শিবির, রেলওয়ে ইয়ং ম্যান অ্যাথলেটিক ক্লাব, ও নবজাগরণ এবং ওয়াসাক ক্লাবের সভাপতি সম্পাদক সহ সদস্যদের নিয়ে। এই সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা আইনজীবী ইন্দ্রজিৎ পাল, বিপ্লব দাস, রাজু রায়, মোঃ আকাশ চৌধুরী, স্বপন তালুকদার সহ অনান্যরা। এই সভায় এলাকার সকল ক্লাবের একতা নিয়ে আলোচনা হয়।