মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলের ধারসোনা ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে "MLA CUP - 2025”। আর সেই উপলক্ষ্যে জোরকদমে চলছে কাজ। শুক্রবার আনুমানিক বিকাল ৫টা তার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী। সঙ্গে ছিলেন স্থানীয় ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি মাসুদুর রহমান সহ অনান্যরা। জানা গিয়েছে, ২১শে ডিসেম্বর থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই খেলা। সেজন্য এদিন খেলার আয়োজক কমিটি এবং গ্রামবাসীদের সঙ্গে আলোচনা সারেন বিধায়ক অপূর্ব চৌধুরী।