কান্দি: খড়গ্রামে শিশু কন্যাকে হত্যা! যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কান্দি আদালতের
খড়গ্রামে শিশু কন্যাকে হত্যা! যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কান্দি আদালতের মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে এক শিশু কন্যাকে কানের দুলের জন্য হত্যা করার ঘটনায় কান্দি মহকুমা আদালতের বিচারক দু'জন মহিলাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল শনিবার দুপুরে। জানা গিয়েছে, গত ইংরেজি ২০১৯ সালের 26 নভেম্বর খড়গ্রাম থানার অন্তর্গত দেবগ্রাম গ্রামের নাসিমা বিবি ও ফাইনুর বিবি নামে এই দু'জন ব্যক্তির বিরুদ্ধে ওই গ্রামের চার (৪) বছরের একটি শিশু কন্যাকে হত্যা