জলপাইগুড়ি: মন্থার প্রভাবে বন্যার আশঙ্কা, সতর্কতা জারি তিস্তা পাড়জুড়ে
মন্থার প্রভাবে বন্যার আশঙ্কা, সতর্কতা জারি তিস্তা পাড়জুড়ে। মন্থার প্রভাবে তিস্তা নদীর জলস্তর বেড়ে বন্যার আশঙ্কায় প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মাইকিং করে নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দাদের সতর্ক করা হয়। ঝুঁকি এড়াতে মাছ ধরা বা অন্য কোনও প্রয়োজনে তিস্তার জলে নেমে না যেতে অনুরোধ জানানো হয়েছে স্থানীয়দের। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় তিস্তা পাড়ের একাধিক স্কুল ভবনকে অস্থায়ী ত্রাণশিবির হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি কন্ট্রোল রুম থ