দেবকুন্ড গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত দেবকুন্ড গ্রামে আজ আয়োজন করা হয় রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাসানুজ্জামান, ব্লক সভাপতি, ব্লক ছাত্র পরিষদের সভাপতি। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দেবকুন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সংশ্লিষ্ট অঞ্চল সভাপতি সহ স্থানীয় নেতৃত্ব।