হবিবপুর: আদিবাসী ছাত্রীকে ধর্ষণ,খুনকান্ডে জড়িতদের ফাঁসির দাবী সহ মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি হবিবপুরে
বীরভূমে আদিবাসী ছাত্রীকে ধর্ষণ, খুনকান্ডে জড়িতদের ফাঁসির দাবী সহ রাজ্য জুরে আদিবাসী মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে হবিবপুর ব্লকে জোরদার আন্দোলন করল আদিবাসী সেঙ্গেল অভিযান, সোমবার হবিপুর রাইস মিল হাট থেকে বিক্ষোভ মিছিল বের করেন হাতে ফ্লাকাত ও ব্যানার নিয়ে রাজ্য সড়ক হয়ে মিছিল করে এসে হবিবপুর থানার সামনে জোরদার বিক্ষোভ প্রদর্শন করল।