বাঘমুণ্ডী: বিপ্লবীদের ডেরা থেকে দেবালয়ে ইতিহাস বয়ে চলা ঝালদার সিলফোড় পাহাড়ের মা কালী মন্দির
বিপ্লবীদের ডেরা থেকে দেবালয়ে ইতিহাস বয়ে চলা ঝালদার সিলফোড় পাহাড়ের মা কালী মন্দির | ঝালদা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সিলফোড় পাহাড় আজও ইতিহাস ও ভক্তির মিলনস্থল। প্রায় ১৩০টি সিঁড়ি অতিক্রম করে পাওয়া যায় প্রাচীন মা কালী মন্দিরের দর্শন। মন্দিরের পূজারী দেবাশীষ চক্রবর্তী বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ জানান একসময় ঘন জঙ্গলে ঢাকা এই পাহাড় ছিল বিপ্লবীদের গোপন আশ্রয়স্থল। পরবর্তীতে স্থানীয় প্রেমচাঁদ মোদক মহাশয়ের উদ্যোগে এখানে প্রতিষ্ঠিত হয় মা কালী মন্দির। তৎকালীন সা