কাঁকসা: ৩০৭ বছরে পদার্পন করলো সোঁয়াই গ্রামের পাঁচ পুতুল মা মনসা মন্দিরের পুজো,মহা ধুমধামে পুজোর আয়োজন গ্রামবাসীর
৩০৭ বছরে পদার্পণ বুদবুদের সোঁয়াই গ্রামের পাঁচ পুতুল মনসা মন্দিরের পূজো।এই মন্দিরে দেবী মনসা সপরিবারে পুঁজিত হন। প্রতিবছরের মত এ বছরও মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয়েছিল। পূজো উপলক্ষে দুই দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে। এবছর পূজো উপলক্ষে গত কয়েক মাস ধরে নানান সমাজসেবামূলক কাজ করেন পূজো কমিটির সদস্যরা। গত কয়েক মাস আগে রক্তদান শিবির করার পাশাপাশি বস্ত্র বিতরণ সবই করেছেন কমিটির সদস্যরা।