পূর্বস্থলী ২: কালেখাতলা ১ পঞ্চায়েত এলাকায় এনুমারেশন ফর্ম পাওয়ার পরই নাগরিকত্ব নিয়ে আতঙ্ক — ২০০২ সালের ভোটার তালিকায় বহু নাম উধাও
পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা ১ পঞ্চায়েতে নতুন করে বিতরণ হওয়া এনুমারেশন ফর্ম ঘিরে উদ্বেগে বহু পরিবার। বহু বছর আগে ওপার বাংলা থেকে নিরাপত্তার কারণে এদেশে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন তারা। ভোটার কার্ড, রেশন, সরকারি সুবিধা—সবই রয়েছে, কিন্তু সদ্য প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ২০০২ সালের ভোটার তালিকায় তাদের নাম নেই। ১৯৬ নম্বর বুথে ৮৭০ জন ভোটারের মধ্যে ২৫০ জনের নামই অনুপস্থিত, আর পাশের ১৯৭ নম্বর বুথে প্রায় ৯৫০ জনের মধ্যে অর্ধেকের নামই হারিয়ে গেছে।