বরাবাজার: নিখোঁজ যুবকের বাড়ি সরিষাবহাল গ্রামে পৌঁছালেন ঝাড়গ্রাম জেলা বিজেপি সদস্য মানিক রাম মাহাতো
৬ ই সেপ্টেম্বর শেষ কথা হয় স্ত্রীর সাথে সরিষা বহাল গ্রামের যুবক বিদ্যাধর মাহাতোর। মহারাষ্ট্রের ভুরুজ জেলায় রংয়ের কাজে বন্ধুদের সঙ্গে গিয়েছিল ওই যুবক। প্রতিদিনই কথা হতো ফোনে শেষ কথা হয় ছয় সেপ্টেম্বর তারপর থেকে আর কোন কথা নয় তিন চার পরে তার বন্ধুরা জানায় সে বাড়ি চলে গেছে কিছুদিন অপেক্ষার পরই থানা, এসপি, জেলা পরিষদ, ডিএম সমস্ত জায়গায় আবেদন নিবেদন করার পরেও কোন খোঁজ নেই তাঁর। অবশেষে শনিবার সকালে সরিষা বহাল গ্রামে বিদ্যাধর এর বাড়িতে পৌঁছান ভারতীয় জন