ঝালদা ২: বিভিন্ন দাবিতে কোটশীলা থানায় স্মারকলিপি দিল আদিবাসী কুড়মী সমাজের ঝালদা ২ নং ব্লক কমিটি
সংগঠনের পুরুলিয়া জেলা অফিসে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং সেই ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ বিকালে কোটশীলা থানাতে একটি স্মারকলিপি দিল আদিবাসী কুড়মী সমাজ সংগঠনের ঝালদা দু'নম্বর ব্লক কমিটি । এই কর্মসূচিতে সংগঠনের রাজ্য, জেলা এবং ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন ।