মথুরাপুর ২: পথ দুর্ঘটনায় মৃত ছাত্রীর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হলো মর্গে
আজ সকালে টিউশন সেরে মায়ের সাথে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত হয় কোম্পানিরঠেক ন্যাশনাল একাডেমী কেজি স্কুলের ক্লাস ওয়ানের এক ছাত্রীর। ওই ছাত্রী দেহ ময়না তদন্তের জন্য আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর একটানা নাগাদ ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠান রায়দিঘি থানার পুলিশ ।আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে।