কাঁকসা: বেআইনিভাবে পুকুর ভরাট করে পাঁচিল দেওয়ার অভিযোগ,অপর এক পুকুর মালিকের বিরুদ্ধে,ঘটনার তদন্তে কাঁকসার BLRO
পানাগড় বাজারের রণডিহা মোড় এলাকায় একটি পুকুরের একাংশ ভরাট করে পাঁচিল তোলার অভিযোগ উঠলো পুকুরের এক অংশীদারের বিরুদ্ধে।অভিযোগ করেছেন সুমিত সিং নামের ওপর এক অংশীদার।সুমিত সিং এর অভিযোগ,ওই পুকুরের অনেকজন মালিকানা রয়েছে।তার মধ্যে রজত শর্মা নামের এক মালিক বেআইনিভাবে তার জায়গার উপর পাঁচিল তোলার কাজ করছে।তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তাকে জানিয়েছে কাঁকসা গ্রাম পঞ্চায়েত থেকে নাকি তিনি অনুমতি নিয়েই এই কাজ করছেন।এর পরেই তিনি কাঁকসা গ্রাম পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানান।