কল্যাণী: গয়েশপুরে ALIMCO মাধ্যমে বিশেষভাবে সক্ষম মানুষদের বিভিন্ন সরঞ্জাম প্রদান, উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও একাধিক MLA
Kalyani, Nadia | Oct 25, 2025 কল্যাণী বিধানসভার গয়েশপুরে নবকল্যাণ সংঘের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সংস্থা কৃত্রিম অঙ্গ উৎপাদন কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ আলিমকো পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম মানুষদের এবং বয়স্ক মানুষদের হুইলচেয়ার, কানের মেশিন স্টিক তুলে দেয়া হলো। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁ সংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, চাকদার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ, মহারাজ সঞ্জয় শাস্ত্রী সহ বিশিষ্ট জনেরা