কোচবিহার ১: বল ধরে সোজা পেনাল্টি বক্সে ঢুকে যাব, হয় পেনাল্টি নয়ত গোল, ২০২৬ বিধানসভা নির্বাচন প্রসঙ্গে কোচবিহারে বললেন মন্ত্রী
বল ধরেই পেনাল্টি বক্সে ঢুকবো, ফাউল করলে পেনাল্টি নয়তো সোজা গোল, ২০২৬ বিধানসভা নির্বাচন প্রসঙ্গে কোচবিহারে বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উল্লেখ্য মঙ্গলবার কোচবিহার রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা ছিল। এই বর্ধিত সভা শেষে মন্ত্রী উদয়ন গুহ বলেন, ২০২৬ বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় 9-0 করতে যা প্রয়োজন তাই করা হবে। বল ধরে সোজা পেনাল্টি বক্সে ঢুকে যাব, ওরা আটকাতে পারলে ফাউল হবে, পেনাল্টি পাব, না হলে সোজা গোল।