দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলো পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বাসস্ট্যান্ড সংলগ্ন মুচিয়া নজরপুর এলাকায় | মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ পুরাতন মালদার মুচিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন নজরপুর এলাকায় পঞ্চায়েত সমিতির উদ্যোগে এফ সি (২০২৩-২৪ অর্থ বর্ষ) এসবিএম তহবিল থেকে প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি কমিউনিটি টয়লেটের শুভ উদ্বোধন করা হয় | নারকেল ফাটিয়ে এই কমিউনিটি টয়লেটের শুভ উদ্বোধন করেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ অশোক সরকা