রাতের অন্ধকারে সাঁইথিয়া কান্দি রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে সমস্ত গাড়ি দাঁড় করাচ্ছে ট্রাফিক ওসি। ব্যাপারটা কি? শীতের রাতে এমন কান্ড কেন ট্রাফিক ওসির। দেখা যাচ্ছে ৪ চাকা গাড়ি থেকে শুরু করে সমস্ত রকম মাল বোঝাই গাড়ি থামিয়ে ড্রাইভারের দিকে হাত তুলছে ট্রাফিক ওসি সহ তার দলবল। গত মধ্যরাতে এমনই চিত্র লক্ষ্য করা গেল বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর বাজার লাগোয়া সাতঘড়িয়া ব্রিজের কাছে, সকাল হতেই সেই ভিডিও এসে পৌছালো আমাদের কাছে।