মরহুম হালিম ও হালিমা স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার মুখোমুখি হল রানা একাদশ এড়াল ও আউশগ্রাম থানার আর.জে.পার্টি। আর এই হাড্ডাহাড্ডি খেলা দেখতে আউশগ্রামের গেঁড়াইয়ের স্কুলমাঠে ভীড় জমান হাজার হাজার ফুটবল প্রেমী মানুষজন। জানা গিয়েছে, নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকে। পরে এদিন আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ট্রাইব্রেকারে জয়লাভ করে আউশগ্রাম থানার আর.জে.পার্টি। খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের গোলকিপার।