কোচবিহার ১: কোচবিহার জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে শিশু ও মহিলাকে মারধরের অভিযোগ আনলেন রেল ঘুমটির বাসিন্দারা
কোচবিহার শহরের রেলঘুমটি এলাকায় পুলিশ সুপারের আবাসনের পাশে গতকাল রাতে বাজি ফোটাচ্ছিলেন কয়েকজন শিশুসহ মহিলা। তাদের অভিযোগ এই মহিলা ও শিশুদের মারধর করে পুলিশ সুপার। এই ঘটনায় চাঞ্চল ছাড়া এক গোটা এলাকায়। এ প্রসঙ্গে অভিযোগকারীরা কি জানিয়েছে শুনে নেব