কালীগঞ্জ: আকন্দবেড়িয়ায় প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রেমিকা, এলাকায় ব্যাপক চাঞ্চল্য, ঘটনাস্থলে জুড়ানপুর ফাঁড়ি পুলিশ
Kaliganj, Nadia | Nov 13, 2025 কালীগঞ্জের জুড়ানপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত আকন্দবেড়িয়া গ্রামে এক যুবতীর প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জের ছোট কুলবাড়িয়া এলাকার এক যুবতী বৃহস্পতিবার বিকেল থেকে আকন্দবাড়িয়া পূর্ব পাড়ার ডালিম শেখের বাড়িতে এসে ধর্নায় বসে। এরপর সন্ধ্যা নামতেই ও যুবতীর উপর চড়াও হয় যুবকের বাড়ির লোকজন এবং তাকে মারধর করে বলে অভিযোগ। এলাকার মানুষের সঙ্গে পরিবারের লোকজন ঝামেলায় জড়িয়ে পড়ে।