বালি-জগাছা: মধ্য হাওড়া লোকাল কমিটি DYFI এর পক্ষ থেকে পঞ্চাননতলাতে পৌরসভার তিন নম্বর বোরো অফিসে ডেপুটেশন কর্মসূচি
হাওড়া জেলা DYFI ও গণসংগঠনের পক্ষ থেকে শিক্ষা ও কাজের দাবিতে স্বচ্ছতার সাথে নিয়োগের দাবিতে এবং অবিলম্বে বেহাল রাস্তাঘাট ও জল নিকাশি ব্যবস্থার পরিবর্তনের দাবিতে হাওড়া পৌরসভার নির্বাচনের দাবিতে হাওড়া পৌরসভার তিন নম্বর বোরো অফিসে ডিপ্রেশন কর্মসূচি করা হলো মধ্য হাওড়া লোকাল কমিটি DYFI পক্ষ থেকে এই কর্মসূচি করা হলো সোমবার আনুমানিক তিনটে ১০ নাগাদ হাওড়া পঞ্চানন তলা রোডে পৌরসভার তিন নম্বর বোরো অফিসের সামনে