রতুয়া ১: নদী ভাঙ্গন বিধ্বস্ত মুলিরামটোলা গ্রামের মানুষ চরম অসহায়, ভাঙ্গনের সবকিছুই গেছে গ্রামের বাসিন্দাদের
Ratua 1, Maldah | Oct 21, 2025 এবছর নদী ভাঙ্গনের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে রতুয়ার মুলিরামটোলা গ্রামের বাসিন্দারা। বিস্তীর্ণ এলাকা জুড়ে গ্রামের অংশ নেই। রয়ে গেছে ভাঙ্গন বিধ্বস্ত এলাকার মানুষের অসহায় অবস্থা। বহু পরিবার বাড়িঘর হারিয়ে অসহায় হয়ে কোন প্রান্তে বসবাস করছে। এখনো বহু পরিবার নিজেদের বাড়ির শেষ সম্বল টুকু বাঁচি নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।বিস্তীর্ণ এলাকা নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় ভাঙনের ভয়াবহতার দৃশ্য এলাকা জুড়ে রয়েছে। তবে আতঙ্ক কিছুটা দূর হয়েছে নদীর জলস্তর কমতেই।