কাঁকসা: মোল্লাপাড়ায় মমতার ছবি রেখে সরকারি জায়গায় দোকান ঘর নির্মাণের অভিযোগ,সরব শাসক বিরোধী দুই পক্ষ
কাঁকসার মোল্লা পাড়ায় সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ।রাতারাতি তৈরি হয়েছে ৮টি দোকান ঘর।গত কয়েক মাস আগে কাঁকসার মোল্লাপাড়ায় পূর্ত দফতরের রাস্তার ধারে রাতারাতি বেশ কয়েকটি দোকান ঘর নির্মাণ হয় ।এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে কাঁকসা পঞ্চায়েত কে লিখিত অভিযোগ জানানো হলে।পঞ্চায়েতের পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়।এবার সেই দোকান ঘর গুলির মধ্যে এবার একটি দোকানে মমতার পোস্টার ও ব্যানার লাগিয়ে সাঁটার লাগানোর কাজ শুরু হয়েছিল।পুলিশ গিয়ে বন্ধ করে কাজ।