পাড়া: ট্রেনে হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিল আনাড়া আরপিএফ
Para, Purulia | Nov 29, 2025 রেলের 139 হেল্পলাইনে অভিযোগ করে ট্রেনে হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেলেন এক রেল যাত্রী। শনিবার দুপুরে ঝাড়খন্ডের বোকারো এলাকার বাসিন্দা বল্লভ কুমার মাহাতো সুবর্ণরেখা এক্সপ্রেস এর যাত্রা করছিলেন বরাভূম থেকে পুরুলিয়া। পুরুলিয়া রেল স্টেশনে ট্রেন এসে পৌঁছালে তিনি নেমে যান এবং তার ব্যাগটি ট্রেনে থেকে যায়। ট্রেন ছেড়ে দেওয়ার পর তিনি বুঝতে পারেন তার ব্যক্তি হারিয