নন্দীগ্রাম ১: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে দাঁত ফোটাতে দেবনা আজ সোনাচুড়ায় বলেন তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি পীযুষকান্তি পণ্ডা
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের সোনাচুড়ায় ২০০৭সালের ভূমি আন্দলনের অন্যতম সেনাপতি তথা সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশিকান্ত মন্ডল ২০০৯সালের আজকের দিনে আততায়ীর গুলিতে নিহত হন। আজ তার প্রয়ান দিবসে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে এসে বক্তব্য প্রসঙ্গে তৃণমূলকংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তথা পটাশপুর-১পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পীযুষকান্তি পণ্ডা বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে BJP সহ সমস্ত রাজনৈতিক দল চক্রান্ত করছে। চক্রান্ত ক