হলদিয়া: হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বিজয়া সম্মেলন হলদিয়ার বাইরে কাজের খতিয়ান তুলে ধরলেন HDAচেয়ারম্যান
হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয় হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে বুধবার বিকেল পাঁচটার সময়।সেই সম্মেলনে উপস্থিত ছিলেন HDAচেয়ারম্যান জ্যোতির্ময়কর, ভাইস চেয়ারম্যান সেখ সুফিয়ান সহ অন্যান্যরা। হলদিয়ার বাইরে HDA উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন HDA চেয়ারম্যান জ্যোতির্ময়কর।