মন্তেশ্বর: দুই টোটো ড্রাইভারের মারপিট মন্তেশ্বরে, গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে
শুক্রবার বেলা আনুমানিক ১১টা নাগাদ মন্তেশ্বর ব্লকের ইসনেগ্রামে দুই টোটো ড্রাইভার মারপিট করে। জানা যায় কুসুমগ্রামের টোটো স্ট্যান্ডে এক টোটো গাড়ির ড্রাইভার, অন্য এক টোটো ড্রাইভারের চোখে জল দেওয়া পরে ঘটনার সূত্রপাত করে মারপিট হলো