বারাবনী: মোদিজির জন্মদিনে যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিকী পকোড়া ভেজে বেকারত্ব দিবস পালন আসানসোলে
মোদিজির জন্মদিনে যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিকী পকোড়া ভেজে বেকারত্ব দিবস পালন আসানসোলে আজ ১৭তারিখ নরেন্দ্র মোদির জন্মদিন ধুমধামের সাথে পালিত হচ্ছে দেশ জুড়ে।তখন বেকারত্বের প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতীকী প্রতিবাদ বলে জানালেন যুব কংগ্রেস নেতা সৌভিক মুখার্জি। সৌভিক বলেন, বিজেপি ক্ষমতায় আসার সময়ে যে প্রতিসুতি দিয়েছিল, তা পুরন হয়নি।দিন দিন বেকারত্ব বাড়ছে।তাই সেই প্রতিসুতির প্রতিবাদ স্বরূপ গোটা ভারতবর্ষ জুড়ে এই বেকারত্ব দিবস পালন ক