ভাঙড় ২: দেয়াল লেখাকে কেন্দ্র করে ভাঙ্গড়ে ফের আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ!আহত উভয় পক্ষের বেশ কয়েকজন, তদন্তে পুলিশ
<nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=breakingnews nis:enabled=true nis:link/>
ভাঙ্গড়ে দেয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে ফের সংঘর্ষ আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন, তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ।আজ অর্থাৎ রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ আহতদেরকে চিকিৎসার জন্য জিরেনগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।