কোলাঘাট: SIR নিয়ে রিভিউ মিটিং তিন জেলার BLO দের নিয়ে কোলাঘাটে উপস্থিত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানের ভারতী
জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল পূর্ব মেদিনীপুর কোলাঘাট বলাকা মঞ্চে এসআইআর নিয়ে রিভিই মিটিং । কোলাঘাট বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার আধিকারিক সহ পূর্ব মেদিনীপুরের ২০০ জন বিএলও, ঝাড়গ্রামের ১৫০ জন বিএলও এবং বাঁকুড়া জেলার ১৫০ জন বিএলও, অর্থাৎ মোট ৫০০ জন বিএলও-দের সঙ্গে বৈঠক করবেন বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় চলে দুপুর দুটো পর্যন্ত। উপস্থিত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী।