হরিশ্চন্দ্রপুর ২: উচ্চ ক্ষমতা সম্পন্ন বাতিস্তম্ভের পিপলা এলাকায় আনুষ্ঠানিক উদ্বোধন করল প্রতিমন্ত্রী
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ অর্থে উচ্চ ক্ষমতা সম্পন্ন বাতি স্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করল রাজ্য সরকারের প্রতিমন্ত্রীর তাজমুল হোসেন। হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকায় এই বাতিস্তম্ভ টি বসানো হয়েছে। উৎসবের মরশুমে এলাকা যাতে আলোকিত থাকে সেদিকে লক্ষ্য রেখে বাতিস্তম্ভের সূচনা করা হলো। গ্রামবাসীদের সাথে নিয়ে এই বাতিস্তম্ভের সূচনা করার মধ্য দিয়ে সকল প্রান্তের মানুষের কাছে রাজ্য সরকারের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরে বার্তা রাখলেন প্রতিমন্ত্রী।