বেলডাঙা ১: তৃণমূলের বিজয়া সম্মিলনি বেলডাঙ্গার ভাবতা নেতাজি স্কুলে অশালীন নাচের ভিডিও ভাইরাল হতেই, তরজা শুরু
-
তৃণমূলের বিজয়াসম্মিলনিতে চটুল নাচ! হাইস্কুলের ভিতর রঙিন আলোয় আইটেম সং বাজিয়ে গানের তালে নর্তকীর অশ্লীল নাচ রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় সমগ্র চেলা জুড়ে, বেলডাঙ্গা ব্লকের ভাবতা নেতাজি স্কুলের নাম সর্বত্রই ছড়িয়ে রয়েছে এবার সেই বিদ্যালয়ের মঞ্চেই রঙিন আলো জ্বালিয়ে আইটেম সং চলল তৃণমূলের নেতৃত্বে। এ প্রসঙ্গে কি মন্তব্য করলেন বিজেপি নেতা রইল বিস্তারিত