কল্যাণী: কল্যাণী এবং গয়েশপুরের বিভিন্ন পুজো থিমের ছড়াছড়ি একাধিক পুজো মণ্ডপ এই বিভিন্ন রকম থিম দেখা যাচ্ছে। বেদি ভবন কাটাগঞ্জ আ
Kalyani, Nadia | Sep 29, 2025 কল্যাণী এবং গয়েশপুরের বিভিন্ন পুজোয় থিমের ছড়াছড়ি, একাধিক পুজো মণ্ডপেই বিভিন্ন রকম থিম দেখা যাচ্ছে। বেদিভবন কাটাগঞ্জ আনন্দপল্লী নবভারতীর সংঘের এবছরের থিম ', ছাতা দিয়ে মন্ডপ সজ্জা করা হয়েছে, একচালা দেবী প্রতিমা গ্রামবাংলার মায়ের রূপেই দেখা দিয়েছে। কল্যাণীর এ৯ স্কয়ার পার্কে এবছরের থিম রাজবাড়ীর ময়ূর মহল, গয়েশপুর কাটাগঞ্জ মানিকপীর নিউ যুবভারতী সংঘের এবছরের থিম প্রকৃতির আর্তি, যেখানে প্রাকৃতিক সম্পদের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।