শালবনি: শালবনি ব্লকে টোটো চালকদের নিয়ে বিশেষ সভা তৃণমূলের
শালবনীতে টোটো চালকদের নিয়ে বিশেষ সভা তৃণমূলের। মেদিনীপুর সাংগঠনিক জেলার সালবনি ব্লকে ব্লক Inttuc এর পক্ষ থেকে শালবনী ব্লকে আয়োজন করা হলো টোটো চালকদের নিয়ে আলোচনা সভা। আজ রবিবার সন্ধ্যা প্রায় আটটা নাগাদ আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন শালবনী ব্লক inttuc সভাপতি যাদব অধিকারী, যুব তৃণমূলে সভাপতি গৌতম মাহাতো, মহিলা সভানেত্রী মিনু কোয়ারি, মামুদ আলমসহ অন্যান্যরা।