বুধবার কোতোয়ালি থানার অন্তর্গত কালিরহাট (কালীঘাট) এলাকায় এলাকাবাসীর উদ্যোগে শুরু হলো পৌষ কালীপুজো। প্রতি বছরের মতো এবছরও ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজোর আয়োজন করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যা থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়। আলোকসজ্জা, মণ্ডপ সাজানো ও প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে উৎসবের আবহে মেতে ওঠে গোটা এলাকা। বুধবার বিশেষ পুজো ও আরতি অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম দেখা যায়।