ধর্মনগর: শ্মশান কালীবাড়ী স্থিত এলাকায় নবরূপ সংঘ ক্লাবের এবারের পুজো প্যান্ডেলের বিশেষ আকর্ষণ আলোকসজ্জা, প্যান্ডেলে জনঢোল
উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের শ্মশান কালীবাড়ী স্থিত এলাকায় নবরূপ সংঘ ক্লাবের এবারের পুজো প্যান্ডেলের বিশেষ আকর্ষণ আলোকসজ্জা।পুজো প্যান্ডেলে ব্যাপক জনগণের উপস্থিতি।