বারাসাত ১: SIR নিয়ে মানুষ আতঙ্ক, বারাসাতে বলেন INTTUC নেতা তাপস দাশগুপ্ত
উত্তর ২৪ পরগনা জেলায় আজ বারাসাতে দুপুর দুটো ত্রিশ নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাত সংগঠনিক জেলার INTTUC সভাপতি তথা বারাসাত পৌরসভার উপ পৌর প্রধান তাপস দাশগুপ্ত তিনি বলেন এসআইআর নিয়ে মানুষ আতঙ্ক, বিজেপি এমনভাবে প্রচার করছে যার কারণে এসআইয়ের নিয়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে