মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: হোটেল কিং-এ পুলিশের হানা, অবৈধ যৌন ব্যবসার অভিযোগে গ্রেপ্তার ২ লিজ অনার, উদ্ধার ৩ মহিলা দুপুর তিনটে
মুর্শিদাবাদ, বৃহস্পতিবারঃ ষোড়শ মাধ্যমে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ মতিঝিল রোড সংলগ্ন হোটেল কিং-এ হানা দেয়। অভিযোগ, ওই হোটেলে চলছিল অবৈধ যৌন ব্যবসা। গোপন সূত্রে খবর মিলতেই থানার নেতৃত্বে বিশেষ দল গঠন করে পুলিশ অভিযান চালায়। অভিযানে তিনজন মহিলাকে উদ্ধার করা হয়। পুলিশের জেরায় তারা স্বীকার করে যে, তাদের দিয়ে জোর করে অবৈধ ব্যবসা করানো হতো। ঘটনাস্থল থেকে দুজন পুরুষকেও আটক করা হয়, পরে জানা যায় তারা ওই হোটেলের লিজ অনার। দুজনের বাড়ি দৌলতাবাদ থানার অন