শান্তিপুরে প্রাচীন সিদ্ধেশ্বরী মন্দির চুরির ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা চোর,প্রশ্নের মুখে শান্তিপুর পুলিশ এর তদন্তের প্রগতি। সূত্রের খবর, গত শনিবার রাতে শান্তিপুরের অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটে। চোরেরা মন্দিরের দেবীর গহনা চুরি করে চম্পট দেয়। আর সেই ঘটনার পর 48 ঘন্টারও বেশী সময় অতিক্রান্ত হলেও এখনো চুরির কিনারা করতে পারেনি পুলিশ। অভিযোগ, মন্দিরের লোকেদের বারবার ডেকে জিজ্ঞাসাবাদ ছাড়া কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি।