রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম স্কুলে ইসরো ও বিভার উদ্যোগে বৃহস্পতিবার স্পেস অন হুইলস’ ভ্রাম্যমাণ মহাকাশ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কোচিন শিপইয়ার্ড লিমিটেড-এর সিএসআর সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে রকেট, উপগ্রহ ও বিভিন্ন মহাকাশ অভিযানের মডেল দেখে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানচর্চা ও মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ বাড়ে।